দীর্ঘ দু‘বছর পর মহিমা ফিরে পেল তার মা-বাবাকে’।বাক প্রতিবন্ধী মহিমা, বয়স আনুমানিক ১১ বছর। দু‘বছর আগে সে বাড়ী থেকে হারিয়ে যায়। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার চাটখিল বাজারে বিগত ১০ মার্চ২০২০ তারিখ রাত আনুমানিক সোয়া একটার দিকে একটি শিশু কান্না-কাটি করতে দেখে টহল পুলিশ তার নাম-ঠিকানা জানতে চাইলে সে কিছুই বলতে পারেনি। তখন চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নওশাদ কবির এসে তিন শিশুটির নাম ঠিকানা জিজ্ঞাসা করেন। কিন্তু শিশুটি কিছুই বলতে পারেনি। তখন কাউন্সিলর বিষয়টি অফিসার ইনচার্জ চাটখিল নোয়াখালীকে মোবাইল ফোনে অবগত করলে শিশুটিকে থানায় নিয়ে যেতে বলেন। পরবর্তীতে থানার শিশু বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার শিশুটিকে হেফাজতে নিয়ে শিশুটির পরিচয় জানার চেষ্টা করেন। তখন শিশুটিকে কাগজ কলম দিলে সে তার নাম মহিমা,পিতা-শরীফ,মাতা-ছালেহা পযন্ত লিখতে পারে। এ ছাড়া ঠিকানা বলতে না হয় পারায় শিশুটির নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার,চাটখিল নোয়াখালীর নিকট হাজির করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ মার্চ২০২০ সমাজসেবা অধিদফতর পরিচালিত সেফহোম,ফরহাদবাবদ,হাটহাজারী,চট্টগ্রামে প্রেরণ করেন। সেই থেকে অদ্যাবধি মহিমা সেফ হোমে অবস্থান করছে। গত ২১ মার্চ২০২২ তারিখ মেয়েটির মা বাবার সন্ধান চেয়ে সেফ হোম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস বুক ও ইউটিউবে ভিডিও প্রচার করা হয়। তাতে সাড়া দিয়ে মহিমার বাবা মোঃ শরীফ হোসেন,সেফ হোম,চট্টগ্রামের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের মোবাইল ফোনে গত ২২ মার্চ যোগাযোগ করেন। তিনি জানান তার ঠিকানা: গ্রাম-কৈলাইন,ডাকঘর: জোয়াগ, ১৩ নং জোয়াগ ইউনিয়ন পরিষদ,উপজেলা-চান্দিনা, জেলা-কুমিল্লা। সেই প্রেক্ষিতে ২৩ মার্চ মহিমার বাবা মোঃ শরীফ হোসেন এনআইডি নম্বর ১৯৮১১৯১২৭৩১৯৬৬৮২৪ ও মোবাইল নম্বর ০১৭৪১২৫২২৩৪ ও মাতা সালেহা বেগম নিয়ে মহিমাকে গ্রহণ করার জন্য চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্থ সেফ হোমে আসেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সেফ হোম,চট্টগ্রামের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর মহিমাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়। দীর্ঘ দু‘বছর পর মহিমা তার মা-বাবাকে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। এ সময়উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমাজকর্মী লাভলী বড়ুয়া,ফাহমিদা খাতুন,রাজিয়া সুলতানা, অফিস সহকারি মোঃ কামরুল হাসান ও নার্স শিরিন ইসলাম প্রমুখ।