চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।
কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন প্রাথমিক শিক্ষা শিক্ষার মুল ভিত্তি। তাই প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয় পরিদর্শন জোরদার করতে হবে। ইউনিয়ন শিক্ষা ষ্টেন্ডিং কমিটির সভা নিয়মিত করতে হবে। বিদ্যালয়ের সমস্যা সমূহ চিহ্নিত করে সমাধানের জন্য সম্মিলিত ভাবে কাজ করতে হবে। যেসব বিদ্যালয়ে শ্রেনী কক্ষ সংকট সেইসব বিদ্যলয়ের তালিকা তৈরি করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, আকবর হায়দর চৌধুরী, চেয়ারম্যান জায়নুল আবেদিন, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষক রুবেল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক অশোক কুমার নাথ প্রমূখ।