পঞ্চগড়ের বোদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তির উৎসব উদ্যাপনে ৭ দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ বটমুল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদ্জুামান সুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউর হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আজাহার আলী, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এ মেলার উদ্বোধন করা হয়। ৭দিনব্যাপী এ মেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স দ্বিতীয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস তৃতীয় স্থান অর্জন করে অতিথিদের কাছে পুরস্কার গ্রহন করেন।