স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা এবং ৫০টি জাতীয় পতাকা নিয়ে জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিমের নেতৃত্বে ৫০টি জাতীয় পতাকা হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধারা জেলা থেকে একটি র্যালি বের করে হিলিতে আসেন এবং র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সহ মুক্তিযুদ্ধের স্মৃতিময় স্থান গুলো পরিদশন করে।
পরে উপজেলা মুক্তমঞ্চে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, জেলার সাবেক কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।