দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারস্থ শাপালা চত্বরে এসে অবস্থান নেয়। এ সময় জেলা জাতীয় পাটি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় শ্রমিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কমিটির আহ্বায়ক আতাউর রহমান আতা, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য রোকনুজ্জামান জামান, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় যুব সংহতি নেতা মো. মোন্নাফ, মাসুদ রানা ইকবাল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে খেটে খাওয়া মানুষের আজ নাভিশ^াস অবস্থা হয়েছে। সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে। জাতীয় পার্টির সরকার থাকাকালিন সময় মানুষ স্বস্তির সাথে জীবন যাপন করেছে। এখন মানুষের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে। একমাত্র জাতীয়পার্টিই পারে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে। আর কোন সরকার সেটা পারে না।