সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সমাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে, সংবাদ সম্মেলন করেছে ফরিদপুরের ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজান চৌধুরী বলেন, ফরিদপুরের আলোচিত ম্যানিলন্ডারিং মামলার অন্যতম আসামি দুই ভাই বরকত ও রুবেল এবং তাদের স্বজনরা আমার সামাজিক সুনাম নষ্ট করতে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বুধবার দুপুরে নতুন বাসষ্ট্যান্ডে একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রশাসনের নিকট আমার দাবী তাদের পোষা লোকজনের হাত থেকে আমার সম্পদ ও আমার জীবনকে রক্ষা করার আইনগত ব্যবস্থা গ্রহন করবেন এটা আমি কাম্য করছি। তারা আমার সাথে শুত্রুতা বসতঃ বরকতের স্ত্রী বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম করছে এবং দীর্ঘদিন ধরে আমাকে হত্যার পরিকল্পনা করছে। তাছাড়া আমার নিজস্ব প্রায় ১০ কোটি টাকা মূল্যের জায়গা আমি তাদের কাছ থেকে উদ্ধার করায় তাহারা আমার উপর খুবই অসন্তুষ্ট। তিনি আরো বলেন কদিন আগে তাদের গাড়ী গুলো নিজেরাই পুড়িয়ে দিয়ে আমার নামে বদনাম করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার করছে। এখন বাকি যে ১০টি গাড়ী রয়েছে আমার জায়গায় সেগুলো তারা আগুন দিয়ে পুড়িয়ে আমার উপর দোষ দিতে পারে। এইজন্য গাড়ী গুলো পুলিশি পাহারার দাবি করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।