চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলাস্থ দোহাজারীতে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ক্রস বর্ডার ইমপ্রেুপমেন্ট (বাংলাদেশ) মহাসড়ককে ৬লাইনে উন্নীত করনের লক্ষ্যে অভিযান চালিয়ে অধিগ্রহনকৃত ও সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছেন। গতকাল ২৩ মার্চ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত্য উচ্ছেদ অভিযান চালিয়ে দোহাজারী
হাজারী শপিং সেন্টার ,ছালাম প্লাজা ও মসজিদ মার্কেটের ৩০টির অধিক দোকান উচ্ছেদ করা হয়। এতে প্রায় সড়ক বিভাগের ৫একর জায়গা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক (বর্তমান বাজার) ৫০ কোটি টাকা মূল্যের সম্পদ হবে বলে দোহাজারী সড়ক বিভাগ সূত্রে জানা গেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ইঞ্জিনিয়ার নাসরিন আরা শাহীন,সওজ বিভাগের প্রজেক্ট ম্যানেজার জুলফিকার আহমেদ,আবদুল লতিফসহ পুলিশ ,ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কর্মীগন উপস্থিত ছিলেন।