চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘ হচ্ছে। বিগত বারো দিনে উপজেলার আওতাধীন মহাসড়কে ৪ টি দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় চার জন মারা গেছে। আহত হয়েছে আরো আটারো জন। আহতদের মধ্যে আট জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেপরোয়া গাড়ি চলাচল, অদক্ষ চালক, গাড়ি চালানোর সময় নিয়ম না মানা, বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো ও বেপরোয়া গাড়ি পরিচালনাকে এসব দূর্ঘটনা কারণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। তাছাড়া দায়িত্বশীল কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবে এই উপজেলার মহাসড়ক সমূহে অবৈধ গাড়ির সংখ্যা সীমাহীন ভাবে বৃদ্ধি পেয়েছে বলে ও মতপ্রকাশ করেছেন সচেতন মহল। যত্রতত্র গাড়ি পাকিং, সড়কের দুই পাশে অবৈধভাবে গাড়ি পাকিং করে রাখা, নিরাপদ গাড়ি চলাচলের জন্য সড়ক সম্প্রসারন করা হলেও সম্প্রসারিত সড়কে ডিভাইডার না থাকা দূর্ঘটনার কারণ বলে ও প্রাপ্ত সংবাদে প্রকাশ।
জানা যায়, গত ১০ মার্চ এই উপজেলার চট্টগ্রাম - কাপ্তাই মহাসড়কের নজুমিয়ারহাট, হাটহাজারী - নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া নামকস্হান এবং চট্টগ্রাম - রাউজান মহাসড়কের পৌরসভার নাপিতের ঘাঁটা সংলগ্ন এলাকায় একই দিনে পৃথক তিনটি দূর্ঘটনায় তিন জন মারা গেছে। তাছাড়া তিনটি দূর্ঘটনা একই দিনে আহত হয়েছে ৭ জন। এই দূর্ঘটনার চার দিন পর ১৪ মার্চ পৌরসভার মীরেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আরো একজন মারা যায়। উপজেলার আওতাধীন বিভিন্ন মহাসড়কে ক্রমাগত দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত ১৭ মার্চ হাটহাজারী সদরে এবং ফরহাদাবাদে দুটি পৃথক মানব বন্ধনের আয়োজন করেন এলাকার সচেতন নাগরিকেরা। মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী ও সেবা মুলক সংগঠন পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করেন। দূর্ঘটনা প্রতিরোধে দিনের বেলায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কিন্তু একই দিন দিবাগত রাতে নাজিরহাট মহাসড়ক চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেল সিএনজি দূর্ঘটনা চার জন আহত হয়। গত ২১ মার্চ নাজিরহাট মহাসড়কের মীরেরহাট সংলগ্ন এলাকায় চাঁদের গাড়ি ও সিএনজি দূর্ঘটনায় ৬ জনসহ কাপ্তাই মহাসড়কের এক মহিলা আহত হয। ১২ দিনের মাথায় ৪ টি দূর্ঘটনায় মোট ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উল্লিখিত নানাবিধ কারণে এসব দূর্ঘটনা ঘটেছে বলে অনেকে মত প্রকাশ করেন। দূর্ঘটনা ও সড়কে যানযট প্রতিরোধে উপজেলা প্রশাসন বিগত কয়দিন থেকে পৌরসভা সদরে ভ্রাম্যমান অভিযান শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম সড়ক যানযট মুক্ত রাখাতে অভিযান চলমান থাকবে বলে গনমাধ্যমকে জানিয়েছেন।