চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে নির্ধারিত ফ্যামিলি কার্ড ছাড়া জসীম উদ্দিন নামের এক উদ্যোক্তা টিসিবির ন্য্য্যা মূল্যের পণ্য একাই নিয়েছেন ৫ জনের পণ্য। বাণিজ্য মন্ত্রণনালয়ের মনিটরিং টিমের সদস্যরা এসব পণ্য হাতেনাতে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার দুপুরের দিকে মনিটরিং টিম উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নে পরিদর্শনে এসে অনিয়মেরএ চিত্র দেখতে পান।
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং টিম-৩ এর সদস্য বাংলাদেশ চা বোর্ডের সিনিয়র সহকারী সচিব (সচিব ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমীন এসব পণ্য জব্দ করেন। এ সময় তার কাছ থেকে পাঁচ জনের জন্য বরাদ্দের ১০ লিটার তেল, ১০ কেজি ডাল, ১০ কেজি চিনি জব্দ করা হয়।
উক্ত মনিটরিং টিম-৩ এর সদস্য জানান,বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মনিটরিং টিম গঠন করা হয়েছে সে কমিটির সদস্য হিসেবে আমরা চট্টগ্রামের নগরসহ বিভিন্ন উপজেলার বিক্রয় কার্যক্রম মনিটরিং করছি। মনিটরিং এর একপর্যায় হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নে ট্রাকের কাছ থেকে এনআইডি সহ একটি নাম্বার দিয়ে পণ্য ক্রয় করেন এক ব্যাক্তি। আমরা ডিলারকে কর্তৃপক্ষের নিদের্শনা অনুসরন করে পণ্য বিক্রি করতে বলি। ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিক্রি করা যাবে না বলি। এ সময় সন্দেহ হলে আমি ডিলারকে জিজ্ঞেস করি, ‘ফ্যামিলি কার্ড ছাড়া কি পরিমাণ বিক্রি করা হয়েছে’। সে জানায় কিছু বিক্রি করেছে। পরে ভেতরে গিয়ে দেখি টেবিলের নিচে রয়েছে অনেকগুলো টিসিবি পণ্য। সেগুলো জব্দ করে ইউএনও এর নিকট পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার ব্যাপারে টিসিবির পণ্য ক্রেতা জসিম উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন কোন ফ্যামিলি কার্ডধারী পণ্য না নিয়ে ডিলার জাতীয় পরিচয় পত্রের প্রদর্শন করে নির্ধারিত ফরম পূরণ করে এসব পণ্য ক্রয় করা যায়। সেজন্য সুযোগপেয়ে তিনি তার স্বজনদের জন্য সুলভ মূল্যে এসব পণ্য ক্রয় করেছেন বলে গণমাধ্যমকে জানান।
এবিষয়ে ইউএনও মোঃশাহিদুল আলম জানান, জেলা মনিটরিং সদস্য ও চট্টগ্রাম চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন স্যার পরিদর্শন কালে এসব পণ্য জব্দ করে আমার দপ্তরে হস্তান্তর করেন।এ বিষয়ে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।