কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। ‘ভুগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব“ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় মঙ্গলবার (২২ মার্চ) দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব পানি দিবসের গুরুত্ব ও পানির সুষ্ঠ ব্যবহার এবং ব্যবস্থাপনার ওপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন।