শ্রীমঙ্গলে মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে চা শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তার এসব চেক বিতরণ করা হয়।
সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গল এর আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসব অনুদানের চেক বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. হুমায়ুন কবির প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার উপজেলার সিন্দুরখান, সাইফ ও ক্লোনেল চা বাগানের ৩১০ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে চেক বিতরন করা হয়। এতে আজ মোট বিতরন করা হয় ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা।
প্রসঙ্গত শ্রীমঙ্গল উপজেলার ৪২ টি চা-বাগানের ৭ হাজার ৪৮৬ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা পর্যাক্রমে বিতরন করা হচ্ছে।