সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামিজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার বহি বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা'য় আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভাতার বই বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. হুমায়ুন কবির প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী জানান, এই ভাতা বহির মাধ্যমে উপজেলার ৪৯২ জন অস্বচ্ছল প্রতিবন্ধী এক বছরে ৯ হাজার টাকা করে পাবেন। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৪ লাখ ২৮ হাজার টাকা।