রংপুরের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক রংপুরের আবদুল বারেক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এম পি নুর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড: তাজিমুল ইসলাম শামীম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ- মহা-ব্যবস্থাপক ভবদিশ চন্দ্র রায়, উপ- পরিচালক সোহেল রানা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার,পৌর আ.লীগের সম্পাদক আসিয়ার রহমান মাস্টার ও শিক্ষক সমিতির উপজেলা সেক্রেটারী আবু আজাদ বাবলু প্রমূখ। এতে স্থানীয় বানিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপক,গ্রাহক,স্থানীয় সুধী.সাংবাদিকসহ দুশতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন।