চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে প্রেমিকার বিয়ের ভূয়া খবর শুনে প্রেমিকের গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলা দোহাজারী চাগাচরস্থ সফর আলীর বাড়িতে এ ঘটনা টি ঘটে। জানা যায় লেদু মিয়া নাতনীর সাথে দীর্ঘদিন ধর্ েএকই এলাকার আয়ুব আলীর ছেলে হৃদয় (২০)নামের এক যুবকের সাথে মন দেয়া নেয়া চলছিল। গত চার দিনে আগে হঠাৎ তারই প্রেমিকার বিয়ের ভূয়া খবর শুনে গায়ে কেরোসিন ঢেলে প্রেমিকার বাড়ির সামনে এসে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয়রা মুমুর্ষবস্থায় প্রেমিক হৃদয়কে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পরে আশঙ্কা জনকবস্থায় চট্টগ্রাম বার্ন হাসপাতালে ভর্তি করা হলে ৩দিন মৃর্ত্যুর সাথে পাজ্ঞালড়ে মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন্।