রংপুর ইয়ং টাইগার্স অনূর্ধ্ব- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। মঙ্গলবার সকালে রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ইয়ং টাইগার্স অনূধার্ব- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক শুভরঞ্জন দেব বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, উৎপল সরকার, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান, কোষধক্ষ খন্দকার আবদুল মজিদ হিরু, সদস্য শামীম খান মিসকিন, মেহেদী হাসান সিদ্দিকী রনি, রুবায়েদ হোসেন, নাসিম উদ্দিন বাবু, নাজনিন সুলতানা, ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান। খেলায় খূলনা, ঢাকা সাউথ, রাজশাহী, চট্রগ্রাম বিভাগের মোট ৫টি টিম অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় খূলনা দল বনাম ঢাকা সাউথ দল অংশ নেন। খেলাটি রংপুর ও লালমনিরহাট ২টি ভেনুতে অনুষ্ঠিত হবে।