পঞ্চগড়ের বোদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তির উৎসব উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ বটমুল চত্বরে উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদ্জুামান সুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে তাদের স্মৃতির কথা গুলো তুলে ধরেন। আলোচনা সভার আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ বটমুল চত্বরে এসে আলোচনা সভায় অংশ নেয়।