বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিপিবি’র দ্বাদশ কংগ্রেসে প্রদানকৃত ভোটারেন কমরেডদের সম্মাননা স্বারক ও সনদপত্র পঞ্চগড়ে সিপিবির ৫ জন ভেটারেন কমরেডদের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা সিপিবি আয়োজিত এক সভায় বোদা উপজেলার বাইপাস মোড়ে উপজেলা সিপিবি অস্থায়ী কার্যালয়ে ভেটারেন কমরেডদের সম্মাননা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য ও বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলি, কমরেড লিহাজ উদ্দীন মানিক, কমরেড হরেন্দ্রনাথ রায়, কমরেড আলী মতুর্জা, বোদা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক রাম কিশোর সরকার প্রমুখ। গত-২৫-২৮ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত সিপিবির দ্বাদশ কংগ্রেসে জেলা পর্যায়ে পাটির বিশেষ অবদান রাখার জন্য ডাঃ ভরোনী কান্ত বর্মন, বীরমুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ বর্মন, দেবীচরণ বর্মন, ভবতোশ চন্দ্র বর্মন ও দীপক কুমার দে বাবলু কে ভেটারেন কমরেড সম্মাননা প্রদান করা হয়। অসুস্থতার জন্য এই ভেটারেন কমরেডরা অনুষ্ঠিত দ্বাদশ কংগ্রেসে উপস্থিত হতে পারেন নাই। তখন জেলার সভাপতি/সম্পাদকদের হাতে এই ভেটারেন কমরেড সম্মাননা স্বারক ও সনদ তুলে দেন দ্বাদশ কংগ্রেস প্রস্তুত কমিটি।