ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মধুখালী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ থেকে র্যালী শুরু হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে মডেল মসজিদে র্যালীটি প্রবর্তন করে।
র্যালী পরবর্তী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, মাঠ কর্মকর্তা নার্গিস পারভীন, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ জামাল হোসেন প্রমুখ।