কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে, সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং পিকেএসএফ-এর সহযোগিতায় সোমবার দিনব্যাপী বেরুবাড়ী ইউনিয়নের ২শ জন রোগীকে ব্যবস্থাপত্র প্রদান এবং ১৭জনকে ছানী রোগী নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী শাখার আঞ্চলিক ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা, সমৃদ্ধি কর্মসূচির বেরুবাড়ী ইউনিয়ন শাখার সমন্বয়কারী ইকবাল শাহাদৎসহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ।