ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের ছোট গাজীরটেক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ তোতা মিয়ার পরিবারকে খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়েছেন প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্য ও বস্ত্র সহায়তা তুলে দেন। এর একদিন আগে তোতা মিয়ার বসতবাড়ীতে আকস্মিক অগ্নিকাণ্ডে দু’টি টিনের ঘর পুড়ে যায়।
প্রশাসন খাদ্য সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত একটি ত্রাণ প্যাকেজ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রদান করেন এবং বস্ত্র সহায়তা হিসেব দুস্থ তোতা মিয়ার হাতে দু’টি কম্বল তুলে দেন। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা যায়।