বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক হুইপ মোহাম্মাদ শাহজাহান বলেছেন তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি আরো বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে দেশের জনগন দিশেহারা হয়ে পড়লেও সরকারের মাথা ব্যাথা নেই, তারা লুটপাটে ব্যস্ত রয়েছে।
সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া শামা ডেইরী ফার্ম মাঠে বিএনপির সাবেক মহাসচিব,সাবেক মন্ত্রী,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম জননো কে এ ওবায়দুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত ম্মরনসভায় প্রধান অতিথির বাক্তব্যে উপর্যুক্ত কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড: সৈয়দ মোদাররেস আলী ইছা,রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারন সম্পাদক শাহজাহান মিয়া স¤্রাট, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,ফরিদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি আতিয়ার মোল্লা,আলিমুজ্জামান সেলু,মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল,যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আজাদ, বদরুজ্জামান তারা মোল্লা, সমাজকল্যান সম্পাদক ইসমাইল হোসেন, যুবদল নেতা তৈয়াবুর রহমান,হেলালউদ্দীন হেলাল,রবিউল ইসলাম বাবু, মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাদেকুর রহমান মাষ্টার প্রমুখ। স্মরনসভা শেষে মরুম জননেতা কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।