আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী নিম্ম আয়ের এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির চিনি, ডাল ও তেল বিক্রির কার্যক্রমের তৃতীয় দিন মঙ্গলবার সকালে সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির চিনি, ডাল ও তেল বিক্রির কার্যক্রম চলছে। উপকারভোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতিটি পরিবার ৪৬০ টাকার বিনিময়ে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারছেন।
টিবিবির পন্য বিক্রির তদারকি করছেন ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো: জাহাঙ্গীর কবির, স্থানীয় চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর প্রতিনিধি মো: আলমগীর হোসেন, ইউনিয়নের সচিব মো: নুরুল ইসলাম, ইউপি সদস্য পাঞ্জু শেখ, মনোয়ার হোসেন, আবদুল মান্নান শেখ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ স্থানীয় গন্যমান্যব্যক্তি।
এছাড়াও জেলার নয়টি উপজেলায় টিবিবির পন্য বিক্রির কার্যক্রম চলমান আছে।
উল্লেখ্য, ২০ মার্চ ফরিদপুর জেলার ২৬টি স্পটে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে যা চলবে ৩০মার্চ পর্যন্ত। ফরিদপুরে টিসিবির ৬৩ জন ডিলারের মাধ্যমে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন সদরে চলবে এ পণ্য বিক্রি। এ কর্মসূচীর আওতায় উপকারভোগী হিসেবে ফরিদপুরে ৭৭ হাজার ৭৫৫টি পরিবার দুই বার পন্য নিতে পারবেন।
ফ্যামিলী কার্ডের পণ্য বিক্রির পাশাপাশি চলমান টিসিবি পণ্য বিক্রি ও খাদ্যবান্ধব সহায়তার অন্যান্য কর্মসূচিও চলবে।