মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচির আওতায় উপকারভোগীদের স্বাস্হ্যসেবা প্রদানের জন্য হেলথ ক্যাম্প ও ভাতার কার্ড বিতরন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।
এ উপলক্ষে আয়জিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গলের এসি ল্যা- মো. নেছার উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হেসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার সুদীপ দাস রিংকু।
প্রসঙ্গত অনুষ্ঠানে ১০০ জন ল্যাকটেটিং মাদারকে ভাতার কার্ড বিতরন করা হয়। প্রত্যেকে এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৮০০ করে তিন বছর এই ভাতা পাবেন।
এছাড়াও হেলথ ক্যাম্পে ৪৫০ জনকে স্বাস্হ্যসেবা প্রদান করা হয় এবং ওরস্যালাইন, ডানো প্যাক, হরলিকস প্যাক, ডেটল সাবান, কেক ও বিস্কিটের একটি প্যাকেট প্রদান করা হয়।
আতাউর রহমান কাজল