চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মুহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সাব রেজিস্ট্রার কার্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অফিস সহকারী পারভেজ রহিম। মীর আবু তৈয়ব এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সাব রেজিস্ট্রারের কর্মকালীন সময়ে তাঁর দেশ প্রেম, দক্ষতা, অফিস কার্য পরিচালনার সুনিপুন ব্যবস্হাপনা উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন পারশেদ বিন আনোয়ার, মোরশেদ উল্লাহ, কাজল চক্রবত্তী। বিদায়ী সংবর্ধিত সাব রেজিস্ট্রার মুহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন বলেন কর্মকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি অফিসের পক্ষ থেকে মানুষকে সেবা প্রদান করতে। এই অফিসের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে বিদায়ী সাব রেজিস্ট্রারকে নকল নবীসদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।