দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে সোমবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। দুপুর সাড়ে বারোটা থেকে চারটা পর্যন্ত অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। নৌ পুলিশের পুলিশ সুপার এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সদরঘাট নৌ থানার আফিসার ও সংগীয় ফোর্স নিয়ে নদীর মোহনায় পাতানো এইসব জাল উদ্ধার করা হয়েছে। হালদার মাছ, জীব বৈচিত্র্য রক্ষার জন্য নদীতে অভিযান পরিচালনা অব্যহত রাখা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে সদরঘাট নৌ থানার ওসি এ কে এম মিজানুর রহমান।