শ্রীমঙ্গলে ওয়াশ এসডিজি প্রজেক্টের অধীনে হোপ ফর দ্য পুওরেস্ট এর উদ্যোগে ওয়াশ স্যানিটেশন ও স্যানিটারী ন্যাকপিন উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আশা’র শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ কার্যালয়ে ‘ট্রেনিং টু এন্ট্রিপ্রিনিয়ার্স অন ডিজেস্টার রেসিলিয়েন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ- প্রমোশন’ শীর্ষক পণ্যের দূর্যোগ সহনশীল পন্য উৎপাদন বিষয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণে উপজেলার রাজঘাট, সাতগাঁও ও কালিঘাট ইউনিয়নের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা’র শ্রীমঙ্গল ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার মো: আকছির মিয়া। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন ও মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল আমিন।
প্রশিক্ষণে উদ্যোক্তাদের দূর্যোগ সহনশীল ও ভিন্ন ভিন্ন পণ্য তৈরি এবং ক্রেতা নিরূপণ, দূর্যোগ সহনশীল পণ্য তৈরিতে উদ্যোক্তাদের ভূমিকা ও দক্ষতা, পণ্যের গুণগত মান এবং স্যানিটেশন উদ্যোক্তারা তাদের পন্য যেমন রিং, স্লাব, প্যান কিভাবে দূর্যোগ সহনশীল ও টেকসই করে তৈরি করবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
হোপ ফর দ্য পুওরেস্ট নেদারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ‘ নিউ এরিয়া ওয়াশ-এসডিজি ডব্লিউএআই সাব প্রোগ্রাম বাংলাদেশ’ এর আওতায় শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, সাতগাঁও ও কালীঘাট ইউনিয়নের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নে কাজ করছে।