ফরিদপুর সদর উপজেলার অবহেলিত চরাঞ্চলে দূর্গম ভাঙ্গীডাঙ্গী গ্রামে অবস্থিত মোতালেব হোসেন হাইস্কুলে অনুদান হিসেবে দুটি ডেক্সটপ কম্পিউটার প্রদান করেছে শাহজালাল ইসলামি ব্যাংক।
রোববার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলতে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদের বাসভবন মিলনায়তনে ওই কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সমকালের প্রকাশক ও মোতালেব হোসেন হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শহরতলীর পশরায় অবস্থিত এম এ আজিজ হাইস্কুলের সভাপতি ডা. আবুল হাসেম, হা-মীম গ্রুপের কনসালটেন্ট ড. উলফাত হোসেন ও স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু।
শাহজালাল ইসলামি ব্যাংক ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এম এ আজিজ হাইস্কুলের শিক্ষক মজিবর রহমান। ব্যাংটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি সিএসআর’এর অংশ হিসেবে এই অনুদান মোতালেব হোসেন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন মোল্লার হাতে তুলে দেয়া হয়।