চট্টগ্রামের শিকলবাহ খালের কালারপোল থেকে রোববার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশের টহল দল। সদরঘাট নৌ থানা চট্টগ্রামের নৌ টহলদলের এসআই মাহবুব আলম স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে শিকলবাহ খালের কালারপোল নামক স্থান থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মৃতদেহের শরীরে ফুল হাতা খয়েরী রঙের শার্ট পরিহিত অবস্থায় ছিল। মৃত ব্যক্তির উচ্চতা ৫'৪", শারীরিক কাঠামো মধ্যম ধরনের, মুখমন্ডলে দাঁড়ি আছে(লম্বা আনুমানিক ৬/৭" কাঁচা পাকা), মাথায় কাঁচা পাকা চুল আছে। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি এ বি এম মিজানুর রহমান জানান ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া পিবিআই ও সিআইডি ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে বলে তিনি উল্লেখ করেন।