দেবীগঞ্জে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পন্য বিতরণ। রোববার দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর সভাপতিত্বে এ সময় অতিথিবৃন্দ বক্তব্যদেন।
নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ১ কোটি মানুষকে নায্যমূল্যে পন্য দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে দেবীগঞ্জ উপজেলার ১০ইউনিয়ন ও এক পৌরসভায় আজ থেকে এই পন্য দেয়া শুরু হলো। দুই ধাপে ১২ হাজার ৮৭৯ জনকে এই সুবিধা দেয়া হবে বলে জানান। এদের সবাইকে কার্ড করে দেয়া হয়েছে। যার নাম ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে দুই দফা তাদের পন্য দেয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরির ডাল। যার প্যাকেজ মূল্য ৪৬০ টাকা নির্ধারন করা হয়েছে। ৩০ শে মার্চের মধ্যে ১ম দফা এবং ১৫ রমজানের মধ্যে দ্বিতীয় দফার পণ্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌছে দেয়া হবে।