গতকাল রোববার (২০ মার্চ ২০২২) কাহারোল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মুকুন্দপুর ইউনিয়নে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নি¤œ আয়ের পরিবারকে ভর্তুকী মূল্যে টিসিবি কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী করেন, প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম.পি। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি রইছ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার লিমন প্রমুখ।