পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার (২০মার্চ) ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০টায় ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ পনির উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের ভাইস প্রিন্সিপাল সাজেদুর রহমান মন্ডল চাঁদ, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক প্রমূখ।
এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম জানান, রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে প্রথম ধাপে ২৩হাজার ৯শত ৯০ জন নিম্ন আয়ের মানুষ ভর্তুকিমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাবে। ৪জন ডিলারের মাধ্যমে ১৪টি স্থানে ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি ক্রয় করা যাবে। প্রথম ধাপে টিসিবির পণ্য বিতরণ করা হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
টিসিবি থেকে এই পণ্য করলে বাজারে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন এ ইউএনও।