চাঁদপুরে নিম্ন আয়ের ১ লক্ষ ৪৫ হাজার ১৪৭ পরিবার রোববার  থেকে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য পাবে। দুই কিস্তিতে তারা এই পণ্য পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ।আর দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।ইতিমধ্যে টিসিবি পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণের কাজ শেষের পথে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করছেন।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন এ তথ্য জানান।
শনিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিষয়ে প্রেসব্রিফিং করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, রমজানকে উপলক্ষ করে এ উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগ।চাঁদপুরেও এই উদ্যোগ সুন্দরভাবে বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদের ফ্যামিলি কার্ড প্রদান করেছে সরকার। 
তিনি আরও জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র্যের সূচক বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে। এতে নিম্ম আয়ের পরিবারগুলো উপকৃত হবেন।  
প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।