চট্টগ্রামের হাটহাজারীতে দুই প্রতিষ্ঠানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়দিঘীর পাড় কামালশাহ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই মার্কেটে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে দুইটি দোকানের মালামাল ও আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে সাজ্জাদ অটোমোবাইল ও এন আর ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানের আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকগণ জানান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন কর্মকর্তা মোঃশাহাজাহান এর সত্যতা স্বীকার করে তিনি জানান,খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।মুলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে।