নোয়াখালীর সেনবাগে নবজাতক জন্মের পর দুই হিজড়া ওই বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা দাবী করে। কিন্তু তাদের দাবীকৃত ওই টাকা আদায়ে ব্যার্থ হয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে ভয় দেখাতে গিয়ে চুমকী (২৫) নামের এক হিজড়া দগ্ধ হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে বুধবার( ১৬ মার্চ) দুপুরে উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের নিজসেনবাগ মধ্যপাড়া রাজ্জাক পুলিশের বাড়িতে। এ ঘটনায় আহত হিজড়াকে তার সহযোগীর উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার হিজড়া চুমকীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার করলে তারা ওই হাসপাতালে না গিয়ে শুক্রবার সকালে সেনবাগ থানায় এসে প্রতিকার চাইলে বিষয়টি জানাজানি হয়। আহত হিজড়া চুমকীর বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামের সুয়াখিল গ্রামে। সে ওই গ্রামের নাটা পাড়া ভূঁইয়া বাড়ির মেহেদী হাসানের মেয়ে। চুমকী তার সহযোগী তৃতীয় লিঙ্গের হিজড়াদের নিয়ে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দোকানঘর এলাকার মন্দারপাড়া একটি বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করে সংসার চালাতো।
এরপর সেনবাগ থানার ওসি তদন্ত এমদাদুল হকের নেতৃত্ব সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌছে ওই বাড়ির রহিমা আক্তার প্রকাশ পাখি(৩০),আয়েশা আক্তার প্রকাশ লাকী নামের দুই নারী ও জহিরুল ইসলাম প্রকাশ নয়ন (২৮) নামের এক পুরুষকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসে।
আটক জহিরুল ইসলাম নয়ন ও তার পিতা মুজিবুল হক জানায়, গত ১১ মার্চ শুক্রবার দুপুরে জহিরুল ইসলামের স্ত্রী একটি কন্যাসন্তান জন্মদেয়। এরপর বুধবার ১৬ মার্চ দুপুর ২টারদিকে তৃতীয় লিঙ্গের দুই (হিজড়া) চুমকী (২৫) ও তার সহযোগী সোহাগী (২৮) তাদের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা দাবী করে। এ সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায় বাড়ির নারীরা দুই হিজড়াকে ৪ শত টাকা দিয়ে বিদায করার চেষ্টা করে। কিন্তু ওই দুই হিজড়া তাদের দাবীকৃত ৫ হাজার টাকার জন্য অনড় থাকে। এক পর্যাযে হিজড়া চুমকী ওই বাড়ির বসতঘরের সামনের রান্না ঘরে থাকা একটি কুফি বার্তি থেকে কেরোসিন তেল গায়ে লাগিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টার সময় হিজড়া চুমকী দগ্ধ হয়। এ সময় বাড়ি মহিলারা ও পরে মসজিদ থেকে পুরুষরা এসে দগ্ধ হিজড়া চুমকীকে প্রাথমিক সেবা সুস্থতা করে। শেষে চিকিৎসার জন্য ১৫ শত টাকা দিলে তারা চলে যায়।
এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, হিজড়া চুমকী নিজেদের শরীরে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার সময় ওই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে প্রতিয়শান হয়েছে। তারপরও এঘটনাটি তদান্তাধিন রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওযা হবে।