চট্টগ্রামের চন্দনাইশে প্রশাসনের সামনে মানুষের বসতবাড়িসহ বিভিন্ন দোকান-পাটের পাশে গড়ে তোলা হয়েছে অনেক ইটভাটা। ৮ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত চন্দনাইশ উপজেলায় অপরিকল্পিতভাবে বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে ৩৪টি ভাটা। এদের অধিকাংশই হচ্ছে লোকালয়ে কিংবা পাহাড়ের পাদতলে। এতে নেই কোন কৃষি,পরিবেশ ছাড়পত্র। মানছে না কেউ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) ,শিশু শ্রম আইন ও শর্তাবলী। অপরদিকে ২ফসলি উর্বরা জমি ধবংস করে ইটভাটা নির্মাণ ও ভাটায় মাটির যোগান দিতে গিয়ে ক্রমে ক্রমে কৃষি জমির পরিমান আশঙ্কা জনক হারে কমে আসছে ,নষ্ট হয়ে যাচ্ছে ইটবহনকারী ভারী ট্রাক চলাচলে রাস্তা-ঘাট। ফলে শস্য উৎপাদনে ঘাটতির পাশাপাশি ভাটা হতে নির্গত ধোঁয়ায় পরিবেশ দুষিত হয়ে রোগ-বলাই ও জীববৈচিত্র চরম হুমকির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন ,বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে তা অব্যাহত থাকবে।