চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০লিটার দেশীয় চোলাই মদ ও ব্যবহৃত মোটর সাইকেল সহ ৩জনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার দোহাজারী রেল ষ্টেশনের কাচা বাজার এলাকা থেকে তাদের ৬০লিটার মদসহ তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেন। আটককৃতরা হলো দোহাজারী জামিরজুরী এলাকার কৃষ্ট দাশের ছেলে অভি দাশ(২২),দুলাল দাশের ছেলে টিসু দাশ প্র: সুকু দাশ(২৮),স্বপন রুদ্রের ছেলে জয়ন্ত রুদ্র(১৯)। পরে মাদক নিয়ন্ত্রন আইন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।