তৃতীয় দিনের মতো আবারো জ্বলে উঠল আগুন। পরপর দুইদিন একই ঘটনার পর দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার ৬ নং ওয়ার্ডের বুন্দিপাড়া গ্রামে ফের জ্বলল মেহেদুল ইসলামের খড়ের গাদা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৫৫ মিনিটে একই এলাকার মেহেদুলের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে গত বুধবার রাতে বুন্দিপাড়া গ্রামে রাত ১১টায় তোছা উদ্দিন ও মিজু রহমানের পৃথক দুটি খড়ের গাদায় এবং গত মঙ্গলবার রাত দেড়টায় নবিউল ইসলাম ও মো. বাদলের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরপর তিনদিন এমন ঘটনায় রাতের ঘুম নেই ওই এলাকার মানুষের।
এলাকার আরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বাদশা মিয়া ও মরিয়ম বেগম বলেন, আমরা নিরাপত্তা চাই। পরপর তিনদিন আগুন জ্বলে উঠল। এখন খড়ে জ্বলছে, পরে ঘরে জ্বলবে না তার নিশ্চয়তা নেই। রাতের ঘুম হারাম হয়ে গেছে এলাকার সবার। এত সতর্ক থাকার সত্ত্বেও কৌশলে আগুন দিচ্ছে দুষ্কৃতিকারীরা। আমরা থানা পুলিশের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ জানাচ্ছি। একইসাথে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করছি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, এলাকাবাসী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে এলাকাবাসীকে সজাগ থাকতে বলা হয়েছে।