বৃহস্পতিবার দুপরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস চত্বরে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের দূযোর্গ প্রস্তুতিমূলক অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাঈনদ্দিন এর নেতৃত্বে ৯ সদস্যের ফায়ার ফাইটারের একটি দল এ মহড়ায় অংশগ্রহণ করে। মহড়া অনুষ্ঠানে ফাইটার তৌহিদুল ইসলাম দুর্যোগ প্রস্তুতির অংশ হিসেবে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুণ, গ্যাস পাইপে লিকেন্স আগুন, বিদ্যূতের আগুন নিভানোর কৌশল প্রদর্শণ করেন। এ সময় উপস্থিত দর্শণার্থীদের মধ্যে হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য অফিস স্টাফ সহ জনসাধারণকে আগুন নেভানোর বাস্তব কৌশল শেখান।
মহড়া শেষে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সে অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাঈনদ্দিন বলেন, এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে বাসা-বাড়ি কিংবা অফিসে আগুন লাগলে আগুন নেভানোর প্রাথমিক প্রস্তুতির পাশাপাশি ফায়ার সার্ভিস অফিসের সরকারি নাম্বারে ০১৭২০৮০২৫৭৮ ফোন করে জানানোর অনুরোধ করেন। দুর্যোগ দিবস উপলক্ষে তেঁতুলিয়া ফায়ার সার্ভিন্স এ- ডিফেন্স অগ্নিনির্বাপন মহড়া আয়োজন করেছে বলে জানান।
আবাসিক মেডিকেল অফিসার (ভারঃ) ডাঃ তৌফিকুর রহমান পাঠান বলেন, ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স অফিস কর্তৃক আজকের এই অগ্নি নির্বাপন মহড়া বাস্তব জীবনে দূর্যোগ কালীন সময়ে প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন। তেঁতুলিয়া ফায়ার অফিস এধরণের একটি প্রশিক্ষণ মহড়া হাসপাতালে আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান।