প্রতিবন্ধী শিশুদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মিঠাপুকুর উপজেলার ঢোলের বাজার এলাকায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবং পরে তাদের মাঝে পুরস্কার ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা। এ সময় তিনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সকল স্তরের বাঙালীকে নিয়ে একটি সোনার বাংলা গড়ে তুলতে।তাই আজকের এই দিনে এই উপজেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই আয়োজন।তাদের মাঝেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম পৌঁছে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহসিন আলী,সাংবাদিক মানিক মিয়া,দৈনিক আজেকর পত্রিকার প্রতিবেদক প্রদীপ কুমার প্রমুখ।