রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে রংপুর পাবলীক লইব্রেরী মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা বেলুন -ফেস্টুন উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহামুদ, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা সদরূল আলম দুলু সহ অন্যান্য অতিথিবৃন্দ।