রংপুরে পাথর ভর্তি ট্রাক থেকে ফেন্সিডিল জব্দ করেছে র্যাব। এ সময় ট্রাক জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার বাসিন্দা মোকছেদুল হক (২৪) ও মিজানুর রহমান (২৫)। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর নগরীর তাজহাট এরশাদ নগর এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় সন্দেহভাজন পাথর বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশী করা হয়। এতে ৪৩০ সেফটি পাথরের সাথে ২৯৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাজহাট থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।