কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭মার্চ) সকালে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ। এছাড়াও বিশেষ এ দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, সাস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন বিশেষ এই দিনে মুজিব উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করেন। সবশেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম প্রমুখ।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৃথক ভাবে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করে।
অন্যদিকে উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।