পিরোজপুরে নাজিরপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৭মার্চ) সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতৃতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শিশুদের জন্য চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা কৃৃৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্র রঞ্জন হালদার, উপজেলা সহাকী কমিশনার ভুমি মো. আল মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।