ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সপ্তাহব্যাপী উদ্বোধন করা হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা।
সকাল সাড়ে ৭ টায় ঐতিহাসিক অম্বিকা ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। এ ছাড়া পুলিশ সুপার আলীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় রাজেন্দ্র কলেজ শহর শাখা প্রাঙ্গনে শিশু কিশোর সমাবেশ ও শতকন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সকাল সোয়া ৯ টায় শিশু কিশোরদের পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১০২ পাউন্ডের কেক কেটে সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, আওয়ামী লীগ নেত্রী ঝর্না হাসান প্রমুখ।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ফরিদপুর পলিকেটনিক ইনস্টিটিউট। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ। এছাড়াও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন। পরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদীন।
কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করেছে পুলিশ লাইনস্ হাই স্কুল।ইদবসটি উপলক্ষে স্কুল চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেল সুমন রঞ্জন, স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল কাইয়ুম শেখ।
এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দেয়াল পত্রিকা, স্মরনিকা প্রকাশ, কুইজ ও বিতর্ক এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখা প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী এবং বর্ণিল আলোক উৎসবের আয়োজন করা হয়েছে।