যার বজ্র কণ্ঠের আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে হাজার হাজার তরুন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে পার্বতীপুরে দেশ ও জাতীর অতন্দ্র প্রহরী বীরমুক্তিযোদ্ধারা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন মিলনায়নে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল। এতে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পরিচালক, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে সমবেত বীরমুক্তিযোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের পাঠানো উপহার সামগ্রী বিতরন করা হয়।