চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের আই সিটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কল্যাণ নাথ। অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মাস্টার ( ডেপুটি কমান্ডার) এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দুজন বীর মুক্তিযোদ্ধাকে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অধ্যাপক সুললিত কান্তি দে'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক আবু সালেহ, শিক্ষার্থী তিলা বড়ুয়া, জান্নাতুল মাওয়া আইভি, নাহিদা ইসলাম প্রমূখ। শুরুতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক- শিক্ষিকার মন্ডলী জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।