পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুইশতাধিক স্কুল ও মাদ্রাসায় বৃহস্পতিবার সকালে কেক কেটে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ দিবসটি পালন করতে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম তার ব্যক্তিগত তহবিল হতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
এ ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে আলোচনা সভা করে ও কেক কেটে দিবসটি পালন করে। সকালে উপজেলা অডিটরিয়ামে শিশু কিশোরদের অংশগ্রহণে এক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।