কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিনের অঙিকার, সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্য বিষয়ে এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশামন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নাগেশ্বরী থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন, ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নূরআহমেদ মাছুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী কমিশনার-ভূমি মো. উজ্জ্বল হোসেন, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকসহ প্রমুখ।