স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বৃহস্পতিবার দুপুরে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) খনি এলাকার এতিমখানাগুলোতে বিশেষ মোনাজাত আয়োজন করে এবং খাদ্য বিতরন করেন। পরে বেলা ৩ টায় জিটিসি এর সমাজ কল্যাণ সংস্থা চ্যারিটি হোম” কার্যালয়ে পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসগুলোর আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি মার্চ মাসের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী,ঠিকাদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্ধ।