নানা কর্মসূচির মধ্য দিয়ে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা দরবার হলে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ গফ্ফার মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মাদ ওমর ফয়সল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন কৃষি কর্মকর্তা বিধান রায়, প্রানি সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা চত্তরে সপ্তাহ ব্যাপি মেলার উদ্বোধন করা হয়।